আত্রাইয়ে আহসানগঞ্জ-বান্দাইখাড়া জিসি রাস্তার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি, নওগা:
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৭শে জুলাই ২০২৩ ০৯:৩৬ অপরাহ্ন
আত্রাইয়ে আহসানগঞ্জ-বান্দাইখাড়া জিসি রাস্তার উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ জিসি-বান্দাইখাড়া জিসি রাস্তার শুভ উদ্বোধন ২৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় বান্দাইখাড়া বাজারে করা হয়েছে।


হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর জব্বার মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি। বান্দাইখাড়া -আহসান গঞ্জ জিসি রাস্তার নির্মান ব্যায় ধরা হয়েছে,১৭৯০৮৮৪৪৯ টাকা।


এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এবাদুর রহমান এবাদ, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আহম্মেদ, প্রচার সম্পাদক শেখ মোঃ হাফিজুল ইসলাম,ঠিকাদার মনোয়ার হোসেন মনু, হাটকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন কাজল ও মোঃ আবু বকর সিদ্দিক,সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক ও মোঃ মাহফুজার রহমান প্রমুখ।