ভূরুঙ্গামারীতে বাস চাপায় তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার ২৯শে জুলাই ২০২৩ ০৬:২৩ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে বাস চাপায় তিনজনের মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাসের নিচে চাপা পড়ে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের আন্ধারীঝাড় বাজারের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে।


মারা যাওয়া মোটরসাইকেল আরোহীরা হলেন নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা এলাকার আফতাব উদ্দিনের ছেলে সাগর (১৭), সোহরাব হোসেনের ছেলে সুমন (১৭) ও শহিদুল ইসলামের ছেলে শাহীন (২০)।


পুলিশ ও স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস আন্ধারীঝাড় বাজারে দক্ষিণে পৌছলে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের তিন আরোহী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।


ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনা ঘটার সাথে সাথে বাসের চালক গা ঢাকা দিয়েছে। বাসটি নাগেশ্বরী থানা পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।