বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের সন্ধান মেলেনি

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ২৯শে জুলাই ২০২৩ ০৭:৫৬ অপরাহ্ন
বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের সন্ধান মেলেনি

বঙ্গোপসাগরে জড়ের কবলে ড্রলার ডুবির ঘটনায় ডুবে যাওয়া ট্রলারের সন্ধান মিললেও এখনো নিখোঁজ রয়েছে জেলে রবিউল। আজ শনিবার এফবি মুনিয়া ও এফবি জোবায়ের নামের ট্রলার দু’টির সন্ধান পাওয়া গেছে। ডুবে যাওয়া ট্রলার দুটি উদ্ধারে তিনটি ট্রলার আজ সকাল থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন উদ্ধার অভিযানে অংশ নেয়া ট্রলারের মালিক হাজী আক্তার হোসেন গাজী।


গতকাল (শুক্রবার) দুপুরে পায়রা বন্দর সংলগ্ন ১ নং বয়ার কাছাকাছি বঙ্গোপসাগরে হঠাৎ ঝড়ের কবলে ট্রলার দুটি ডুবে যায়। এ সময় সমুদ্রে মাছ ধরা অপর একটি ট্রলারের জেলেরা ২৮ জন জেলেকে উদ্ধার করতে পারলেও রবিউল ইসলামের কোনো খোঁজ পাননি।


নিখোঁজ জেলে রবিউল ইসলাম রাঙ্গাবালী উপজেলার কাজিকান্দ্রা গ্রামের রফিকুল ইসলামের বড় ছেলে। আর উদ্ধার হওয়া বাকী জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার কাজি কান্দা, নিছকাটা, মনিপাড়া ও মৌডুবী গ্রামে বলে জানা গেছে।


এফবি জোবায়ের, এফবি মুনিয়া ট্রলারের মালিক মো. ইলিয়াস মৃধা ও বশির উদ্দিন ফরাজী বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় উদ্ধার হওয়া দুটি ট্রলারের জেলেদের মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকে যে যার মত বাড়িতে ফিরে গেছেন।