হিজলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: সোমবার ৩১শে জুলাই ২০২৩ ০২:২৪ অপরাহ্ন
হিজলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বরিশালের হিজলা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ জুলাই সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, সহকারী কমিশনার(ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র।


আইন শৃঙ্খলা সভায় উপজেলার বিভিন্ন আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক তথ্য প্রদান করেন হিজলা থানার ওসির পক্ষে এস আই খলিল এবং নৌ পুলিশ অফিসার ইনচার্জ বিকাশ চন্দ্র দে।  উক্ত সভায় নারী নির্যাতন, ইভটিজিং, মাদক এবং জুয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলন, নদীর তীরের মাটি কাটা এবং নিয়ম না মেনে ইটভাটা নির্মাণ এবং এর ব্যবস্থা প্রসঙ্গে উন্মুক্ত আলোচনা হয়েছে।


সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার, থানার পুলিশ সদস্য, নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ, কোস্টগার্ড সদস্য, গুয়াবাড়িয়া, বড়জালিয়া,হিজলা গৌরবদী, মেমানিয়া, ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ সভা সংশ্লিষ্ট অন্যান্য সদস্যবৃন্দ।