দিনাজপুরের নবাবগঞ্জে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা: শারমিন আক্তার (২৭) এক নারীকে গ্রেফতার করছে পুলিশ। আজ সকাল সাড়ে ৭ টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই গ্রামের সোহেল রানা পলিনের স্ত্রী।
থানার সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে হেলেঞ্চা গ্রামে মাদক ব্যবসায়ী সোহেল রানা পলিনের বাসায় মাদক কেনাবেচা হচ্ছে। এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে পলিনের ঘরের বারান্দায় দুই টিনের মাঝাখানে টুই এর ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় সাদা পলিথিনেরর মধ্য থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল রানা পলিন পাচীর টপকিয়ে পালিয়ে যান এবং তার স্ত্রী মোছা: শারমিন আক্তার (২৭) কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে। নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এ
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।