ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।দিনটি উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আজ শনিবার (০৫ আগস্ট) সকালে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি শ্রদ্ধার্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি)নাসরিন সুলতানার সভাপতিত্বে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-৩১২ আসনের নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি বলেন, বঙ্গবন্ধু তনয় শেখ কামাল শুধু মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকই ছিলেননা,তাঁর অনন্যসাধারণ ব্যক্ত্বিত্ব সকলকে মুগ্ধ করতো।শেখ কামাল হাতেই ১৯৭২ সালে গড়া দেশের প্রথম আধুনিক ক্লাব আবাহনী লিমিটেড। তারই দেখানো পথ ধরে ক্রিকেটসহ অন্যান্য খেলায় আন্তর্জাতিকভাবে আছে সাফল্য। পঁচাত্তরের ১৫ আগস্ট মুক্তিযুদ্ধের চেতনাকেই ধ্বংস করে দেয়া হয়েছে। সেই কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বাবা-মা ভাইসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকে নির্মমভাবে হত্যা করে পাপিষ্ঠ ঘাতকেরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা.মো. নোমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. নাজমুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশিদ, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান,
অ্যাডভোকেট জয়নাল উদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মো. কায়কোবাদ, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো, তাসলিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. মাহফুজ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. বেলায়েত হোসেন,মো ইব্রাহিম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.মুনির হোসেন,উপজেলা মহিলা বিযয়ক কর্মকর্তা মোছা.জান্নাত বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা, নাজমা বেগম,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শায়মা সাবরিন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নূর আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।