ভূরুঙ্গামারীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: রবিবার ১৩ই আগস্ট ২০২৩ ১২:২৯ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুই যুবকের নাম একই। তাদের নাম আল আমিন। শনিবার বিকেলে সোনাহাট স্থলবন্দর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রোববার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুই যুবকের একজন নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার পূর্ব কেদার গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিন (২৯)। সে সোনাহাট স্থলবন্দরের পাথর ভাঙ্গা মেশিনের চালক। অপরজন ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের বানুরকুটি শঠিবাড়ী গ্রামের মহর আলীর ছেলে আল আমিন (১৯)। তাদের নিকট থেকে ১২ বোতল ভারতীয় আফিসার চয়েস মদ উদ্ধার করা হয়েছে। 


ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসহ গ্রেপ্তার হওয়া যুবকরা সোনাহাট স্থলবন্দরে শ্রমিকের কাজ করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।