কালকিনি ও ডাসারে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৮ তম সাহাদাৎ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: মঙ্গলবার ১৫ই আগস্ট ২০২৩ ০২:০১ অপরাহ্ন
কালকিনি ও ডাসারে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৮ তম সাহাদাৎ বার্ষিকী পালিত

মাদারীপুরের কালকিনি ও ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে।মঙ্গলবার সকালে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনিমিত্ত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন। 


এ সময় শিশুতৃৃশোরদের চিত্রাঙ্কন,আবৃত্তি,বৃক্ষরোপনের জন্য ফলজ,বনজ গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাও সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা সংরক্ষিত আসনের এমপি অধ্যাপক তাহমিনা বেগম,উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন,উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,পৌরমেয়র এসএম হানিফ সরদার,কালকিনি থানার ওসি মোঃ নাজমুল হাসান প্রমুখ অপরদিকে ডাসার উপজেলা কার্যালয় হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান,সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ড. মোঃ শওকত আলী মোল্লা,ডি.কে.সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড কলেজের সুপার নিউমারারি অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, ডাসার উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাকিম তালুকদার,


ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের,উপজেলা কৃষি কর্মকর্তা সোনিয়া চৌধুরী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান,আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার,বালিগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান খান,নবগ্রাম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার,শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীত কুমার তালুকদার,সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী,সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।