মিরপুর ক্লাব লিমিটেডের আয়োজনে স্বপ্ন যাত্রা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ২রা সেপ্টেম্বর ২০২৩ ০৯:৫৪ অপরাহ্ন
মিরপুর ক্লাব লিমিটেডের আয়োজনে স্বপ্ন যাত্রা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মিরপুর ক্লাব লিমিটেডের আয়োজনে স্বপ্ন যাত্রা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 


আজ শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকার গুলশানন্থ পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে মিরপুর ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এস.এম. মাহবুব আলমের সভাপতিত্বে “স্বপ্ন যাত্রাঃ কমিউনিটি ড্রিমস্ টু রিয়ালেটি” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান এম.পি।


 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আতিকুল ইসলাম ও পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদ। 


প্রধান অতিথি এম.এ. মান্নান এম.পি বলেন, এন্টারপ্রেনিয়ার্স এ্যান্ড প্রফেশনালস মিরপুর ক্লাব লিমিটেড উদ্যোক্ত উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। স্বপ্ন যাত্রাঃ কমিউনিটি ড্রিমস্ টু রিয়ালেটি” এটি একটি অভিনব প্রজেক্ট যা ইতিমধ্যে বাস্তবায়িত হতে যাচ্ছে। পশ্চিমা দেশের কালচারে মতো এদেশে কমিউনিটি ডেভেলপমেন্ট একটি জটিল বিষয়- যা ইতিমধ্যে মিরপুর ক্লাব লিমিটেড বাস্তবায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। আমি উত্তরোত্তর মিরপুর ক্লাবের স্বপ্ন যাত্রার সফল বাস্তবায়নের সাফল্য কামনা করি।


বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, সবুজে বাস ১২ মাস এই শ্লোগানকে কেন্দ্র করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকাকে গ্রীন সিটি করার পরিকল্পনা গ্রহণ করেছে। এরইমধ্যে মিরপুর ক্লাব লিমিটেডের স্বপ্ন যাত্রাঃ কমিউনিটি ড্রিমস্ টু রিয়ালেটি” ভিন্নতা যোগ করেছে গ্রীন সিটি গঠনের লক্ষ্যে। কয়েক বছর আগে স্বপ্ন যাত্রাঃ কমিউনিটি ড্রিমস্ টু রিয়ালেটি” এর অগ্রযাত্রা আমার উদ্ভোধন করার সৌভাগ্য হয়েছিল। জেনে আজ ভাল লাগছে এই স্বপ্ন যাত্রা বাস্তবে রূপ লাভ করতে যাচ্ছে। 


পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান বলেন, এন্টারপ্রেনিয়ার্স এ্যান্ড প্রফেশনালস মিরপুর ক্লাব লিমিটেডের ঐতিহ্যবাহী একটি ক্লাব। যার উদ্যোগে স্বপ্ন যাত্রা স্বপ্ন যাত্রাঃ কমিউনিটি ড্রিমস্ টু রিয়ালেটি” বাস্তবায়িত হতে যাচ্ছে। যেখানে সমাজের নানা পেশার লোক একত্রে সুন্দরভাবে বসবাস করার সুযোগ পাবেন।        


সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এস.এম. মাহবুব আলম বলেন, স্বপ্ন যাত্রা একটি উন্নত কমিউনিটি গঠনের কনসেপ্ট যার মধ্যে থাকবে বাংলার ঐতিহ্য এবং পশ্চিমা ধারার সংমিশ্রন। এই কমিটি ডেভেলপমেন্টের মধ্যে থাকবে সামাজিক নিরাপত্তা, আন্তর্জিাতিক শিক্ষা প্রদানের মাধ্যমে উন্নত প্রজন্ম গঠনে ভূমিকা রাখা, এন্টারপ্রেনিয়ার্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা, কমিউনিটি ডেভেলপমেন্ট এর লক্ষ্যে “বেনটেনকে” গঠন করা এবং সর্বোপরি বেন ইকোনোমি গঠনের মধ্যেমে ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গঠনে মিরপুর ক্লাব লিমিটেডের ভবিষ্যৎ পরিকল্পনা সকলের সহযোগিতা নিয়ে বাস্তবায়ন করা।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, গান বাংলা টিভির চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন রাজা, ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা প্রমুখ। অনুষ্ঠানে কয়েকশত নানা পেশাজীবীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে। অতিথিরা ডিনার গ্রহণের সাথে সাথে এন্টারপ্রেনিয়ার্স এ্যান্ড প্রফেশনালর্স মিরপুর ক্লাব লিমিটেড কর্তৃক আয়োজিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। গান পরিবেশন করেন বিখ্যাত শিল্পী হায়দার হোসাইন।