মেহেরপুরে ভোক্তা অধিকারের দুটি প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: বুধবার ২০শে সেপ্টেম্বর ২০২৩ ০৫:৫৪ অপরাহ্ন
মেহেরপুরে ভোক্তা অধিকারের দুটি প্রতিষ্ঠানে জরিমানা

মেহেরপুরের গাংনীতে দু'টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে গাংনী বাজারে অভিযান পরিচালনা করেন মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ।


ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গাংনী  শহরের মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা প্রদর্শন না করাই  ২০০৯ সালের ৩৮ ও ৫১ ধারায় ২০ হাজার টাকা ও মেসার্স মঞ্জু সবজি ভান্ডারে মূল্য তালিকা ও রশিদ না থাকায় একই ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।


এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো: আব্দুর রাজ্জাক ও গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান ও এবং র‍্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি টিম উপস্থিত ছিলেন।