ট্রলি-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে সেপ্টেম্বর ২০২৩ ০৪:২৯ অপরাহ্ন
ট্রলি-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কে পুশকনী এলাকায় ট্রলি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, বারিক বাজার এলাকার ইসকত আলীর স্ত্রী খলেস বেগম (৭০)। তিনি সিএনজির যাত্রী ছিলেন। আরেক পুরুষ (৪০) যাত্রীর পরিচয় জানা যায়নি।


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, পুশকনী এলাকায় ট্রলির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ নিহত হন। তারা দুজনই সিএনজির যাত্রী ছিলেন।


তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে।