গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় কলেজছাত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে সেপ্টেম্বর ২০২৩ ০৭:৩৬ অপরাহ্ন
গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় কলেজছাত্র উদ্ধার

ঝালকাঠির গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় হাফিজুল মোল্লা নামে বরিশাল সরকারি কলেজর এক ছাত্রকে উদ্ধার করেছে ঝালকাঠি থানা পুলিশ। 



বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হাফিজুল মোল্লা (২২) কে টোলঘর থেকে পুলিশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।



খোঁজ নিয়ে জানাগেছে, হাফিজুল মোল্লা বরিশাল সরকারি কলেজের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী তিনি ঢাকার মোহাম্মদপুর থেকে বাসে বরিশাল আগৈলঝাড়া যাচ্ছিলেন। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তার নগদ টাকা ও মোবাইলফোন হারায়।



ঝালকাঠি সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবক ঢাকা থেকে বরিশালে আসছিলো। যাত্রাপথে অজ্ঞানপার্টিরা তাকে অজ্ঞান করে তার সাথে থাকা টাকা ও মোবাইলফোন নিয়ে যায়। বাস স্টাফরা তাকে গাবখান সেতুর টোলে নামিয়ে রেখে চলে যায়। অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পরিবারের লোকজন আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।