ভূরুঙ্গামারীতে পিপিআর নির্মূলে টিকা ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার ৩০শে সেপ্টেম্বর ২০২৩ ০১:২৯ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে পিপিআর নির্মূলে টিকা ক্যাম্পেইন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূলে টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।


উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার দশ ইউনিয়নের ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলে ২৭০টি ভেন্যুতে আগামী ৯ অক্টোবর পর্যন্ত ৬৩ হাজার ৫০০টি ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা দেওয়া হবে।


এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা আক্তার ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. এনামুল হক ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।