ইন্টারন্যাশনাল বিজনেস নেটওয়ার্কের সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ৩০শে সেপ্টেম্বর ২০২৩ ০২:১৯ অপরাহ্ন
ইন্টারন্যাশনাল বিজনেস নেটওয়ার্কের সেমিনার অনুষ্ঠিত

মিরপুরের প্রিন্স গ্রান্ড হোটেলের কনফারেন্স রুমে 'বিজনেস অপরটুনিটিস ইন পোলেন্ড' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর ডক্টর এ.আর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোলেন্ডে বাংলাদেশের কনসোলার জেনারেল ইভান জাহারেবিচ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানায়েত হাসান। 


কনসোলার জেনারেল ইভান  বলেন পোলেন্ডে বাংলাদেশের ব্যবসায়িদের ব্যবসা করার অনেক সুযোগ রয়েছে। স্কিল ম্যানপাওয়ার ও ভাষাগত জ্ঞান থাকলে ব্যবসা করা ও চাকুরী করা সম্ভব। তিনি বাংলাদেশী ব্যবসায়ি যারা পোলেন্ডে ব্যবসা করছেন তাদের সফলতার কথা তুলে ধরেন।


 অনুষ্ঠানে সানায়েত হাসান ও প্রফেসর ডক্টর এ. আর খান পোলেন্ডে ব্যবসার অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। নাজরাতুন নাইমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রফেসর শাহ আলম চৌধুরী, শাহরিয়ার খান জয়, কাজী মিজানুর রহমান সহ প্রমুখ। আলোচনা অনুষ্ঠান সকল সম্মানিত সদস্যদের সরব উপস্থিতির মাধ্যমে প্রানবন্ত হয়ে উঠে।