শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা, এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা'র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. বিউটি আক্তার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিনপ্রমুখ।
আলোচনা সভা শেষে নারী সংগঠনকে নগদ অর্থ ও ২ নারী উদ্যেক্তার হাতে চেক তুলে দেন প্রধান অতিথি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।