ভূরুঙ্গামারীতে নারী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: মঙ্গলবার ৩রা অক্টোবর ২০২৩ ০৯:০৫ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে নারী সমাবেশ অনুষ্ঠিত

সাম্প্রদায়িকতা, গুজব, মাদক, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার এবং নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার দুপুরে তিলাই ইউনিয়নের ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 


কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার শাহজাহান আলীর সভাপতিত্বে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন।


অন্যদের মধ্যে ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সারোয়ার মির্জা, সাবেক শিক্ষক আলফাজ উদ্দিন, জাবেদ আলী ও সোহরাব হোসেন সহ দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।