১৮ মাসে পুরো কুরআন মুখস্থ করলো ১১ বছরের কিশোর রিফাত

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, উপজেলা প্রতিনিধি - দেবীদ্বার, কুমিল্লা
প্রকাশিত: রবিবার ১৯শে নভেম্বর ২০২৩ ০৮:৩২ অপরাহ্ন
১৮ মাসে পুরো কুরআন মুখস্থ করলো ১১ বছরের কিশোর রিফাত

কুমিল্লার দেবীদ্বারে মাত্র আঠারো মাস সময়ে পুরো কোরআন শরিফ মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে এগারো বছরের কিশোর মুহাম্মদ রিফাতুল ইসলাম। হাফেজ মুহাম্মদ রিফাতুল ইসলাম দেবীদ্বার উপজেলার মোহাম্মদপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী।


হাফেজ মুহাম্মদ রিফাতুল ইসলাম জেলার বুড়িচং উপজেলার মোকাম গ্রামের প্রবাসী মোহাম্মদ বাবুল হোসেন ও মোসাম্মদ রহিমা বেগমের সন্তান। রিফাত তার দুই ভাই বোনদের মধ্যে সবার বড়।


শনিবার (১৮ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়  হাফেজ মুহাম্মদ রিফাতুল ইসলামকে মোহাম্মদপুর মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে হাফেজ মুহাম্মদ রিফাতুল ইসলামের হাতে সম্মাননা স্বারক উপহার তুলে দেন ফাউন্ডেশনের সভাপতি ব্যবসায়ী আবুল হোসেন ও ফাউন্ডেশনের সেক্রেটারী সাংবাদিক মোঃ শাহজালাল।

   

উক্ত মাদ্রাসার মোহতামীম হাফেজ মুফতি এনামুল হাসান ফরহাদ বলেন, স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থীর পরিপূর্ণভাবে কোরআন হেফজ করতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময় প্রয়োজন। সেখানে আল্লাহতায়ালার রহমতে হাফেজ মুহাম্মদ রিফাতুল ইসলাম মাত্র আঠারো মাসে সম্পূর্ণ কোরআন হেফজ শেষ করেছে। এটি আল্লাহতায়ালার বিশেষ রহমত ও মহাগ্রন্থ আল কোরআনের বিশেষ মুজিজা।


মেধাবী হাফেজ রিফাতুল ইসলামের বাবা মুহাম্মদ বাবুল হোসেন ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।


সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সেক্রেটারী মোঃ আলী আহমদ, অত্র মাদ্রাসার কোষাধ্যক্ষ মাওলানা আব্দুছ ছামাদ, মোঃ হাফিজ উদ্দিন মাষ্টার,হাফেজ মাসুদুর রহমান, মাওলানা নুরুল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিবাবকগণ।