ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় প্রভাষক নিহত

নিজস্ব প্রতিবেদক
মোঃ ইলিয়াস আলী - জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: শুক্রবার ১৫ই ডিসেম্বর ২০২৩ ০৬:৫৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় প্রভাষক নিহত

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় ইজাব উদ্দীন অরফে লাবলু (৫০) নামের এক মাদ্রাসার সহকারী প্রভাষক নিহত হয়েছে।


শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় বালিয়াডাঙ্গী হতে ঠাকুরগাঁও মোটর সাইকেল যোগে যাওয়ার পথে ঠাকুরগাঁও সদরের ভেলাজান বাজার নামক গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় লাবলু। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত লাবলু বালিয়াডাঙ্গী উপজলোর ফকির পাড়া গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে। তিনি ভেলাজান আনছারিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা বায়োলজি বিষয়ের সহকারী প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।