৪১ দিন জামাতে নামাজ পড়ায় সাইকেল উপহার পেল দেড় শতাধিক তরুণ-যুবক

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, উপজেলা প্রতিনিধি কাউখালি (পিরোজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে জুন ২০২৪ ০৪:২৯ অপরাহ্ন
৪১ দিন জামাতে নামাজ পড়ায় সাইকেল উপহার পেল দেড় শতাধিক তরুণ-যুবক

পিরোজপুর কাউখালীতে নামাজের উদ্বুদ্ধকরণের লক্ষে ইসলাম সেবক কেউন্দিয়া এর ব্যবস্থাপনায় ১০ থেকে ২০ বছর বয়সী তরুণদের নামাজের উদ্বুদ্ধ করন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


উপজেলার কেউন্দিয়া গ্রামের  ৮টি, সেওতা ১টি ও সাহাপুর গ্রামের একটি মসজিদে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করায় ১৫০জন তরুণ-যুবককে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়েছে। এ সময় বিজয়ী দশজনকে বাইসাইকেল, দ্বিতীয় বিজয়ী ৫০ জনকে পবিত্র কুরআন ও ১টা করে টেবিল চার্জার ফ্যান, ৯০ জনকে চার্জার লাইট উপহার দেওয়া হয়।


বৃহস্পতিবার (২০ জুন) কেউন্দিয়া হাই স্কুল মাঠে উপহারসামগ্রী তরুণ-যুবকদের হাতে তুলে দেওয়া হয়।অনুষ্ঠানের সভাপতি মাওলানা মুঈনউদ্দিন বলেন, বর্তমানে কোমলমতি শিশু কিশোররা মোবাইলে আসক্ত। তাই শিশু কিশোরদের নামাজের দিকে আগ্রহী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্বুদ্ধকরণ প্রতিযোগিতায় ১৫০জন তরুণ-যুবক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের বিভিন্নভাবে ভাগ করে বাইসাইকেলসহ নানা ধরনের উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। 


এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, ইউপি সদস্য মোঃ সাঈদ, শাহ ইমরান ফারুক ডাকুয়া, মাহমুদ হাসান, সালাত উদ্বুদ্ধকরণ ইসলাম সেবক সংগঠনের আহ্বায়ক আব্দুল ওহাব তালুকদার, সদস্য সচিব তৌহিদ কমল, সাইদুল ইসলাম, উজ্জ্বল জোমাদ্দার, মুন্না তালুকদার, সাবু মাস্টার, প্রমুখ।স্থানীয় অভিভাবকরা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এ কার্যক্রম তরুণদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে। শিশু-কিশোররা নিয়মিত নামাজ পড়ছে।