হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী: শ্রদ্ধা ও স্মৃতিচারণ

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪ ১১:৩০ পূর্বাহ্ন
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী: শ্রদ্ধা ও স্মৃতিচারণ

আজ, বৃহস্পতিবার, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।  


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাণীতে বলেন, "হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন উদার ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ। সাধারণ মানুষের প্রতি তার ছিল অকৃত্রিম মমত্ববোধ।"  


তিনি আরও উল্লেখ করেন, সোহরাওয়ার্দী সারাজীবন মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক রাজনীতি এবং এ অঞ্চলের জনগণের আর্থসামাজিক উন্নয়নে কাজ করেছেন। তার এই অবদান এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা তাকে ‘গণতন্ত্রের মানসপুত্র’ হিসেবে খ্যাতি এনে দেয়।  


প্রধান উপদেষ্টা বলেন, "হোসেন শহীদ সোহরাওয়ার্দী এ উপমহাদেশের মেহনতি মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পাকিস্তান সরকারের গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এ দেশের মানুষকে সোচ্চার ও সংগঠিত করেছিলেন।"  


গণতন্ত্রের এই মহান নেতার মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. ইউনূস তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।  


হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় অবদান রেখেছেন তিনি। আজকের দিনে তাকে স্মরণ করে তার পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।