দিনাজপুরে ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৫ অপরাহ্ন
দিনাজপুরে ডেভিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আটক ৭

দিনাজপুরে বিশেষ অভিযান "ডেভিল হান্ট অপারেশন"-এ ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেন।


গ্রেফতারকৃতরা হলেন— নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল আহসানুল কবির শামীম, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক রাসেল আহমেদ, বিরল উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য রিয়াজুল ইসলাম, রানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মন, পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক আবু সাঈদ এবং ফুলবাড়ী উপজেলার কাজীহাল ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাছির ইসলাম মুন্না।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ফ্যাসিবাদের পক্ষে অপতৎপরতায় জড়িত থাকার একাধিক মামলা রয়েছে। এসব অপরাধে দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে তদন্ত চলছিল। অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।


এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের কঠোর অবস্থানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মাদক মামলায় আরও ৯ জন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।


জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালিয়ে যাবে এবং সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।