হিলিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ১১ই মার্চ ২০২৫ ০২:৫৭ অপরাহ্ন
হিলিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা বিতরণ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। তাঁদের আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৯টি পরিবারের মাঝে ক্রোসের বকনা গরু বিতরণ করা হয়।


মঙ্গলবার (১১ মার্চ) হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল চত্বরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাফিউল ইসলামের সঞ্চালনায় বিনামূল্যে বকনা গরু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।


অনুষ্ঠানে উপস্থিত থেকে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৯টি সুফলভোগী পরিবারের মাঝে ১টি করে বকনা গরু, ভিটামিন ও কৃমিনাশক ঔষধ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ভেটেনারী সার্জন ডাঃ মোঃ মোনতাসির মামুন, হিলি প্রেস ক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, পৌর সভার সহকারী ইন্জিনিয়ার মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাফিউল ইসলাম বলেন, হাকিমপুর উপজেলায় প্রায় ৯’শ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার বসবাস করছে। ৩৯টি পরিবারকে ১টি করে বকনা গরু, মাল্টি ভিটামিন ও মিনারেল ৪০০ গ্রাম এবং ২টি করে কৃমিনাশক ঔষধ প্রদান করা হয়েছে। এই গরু তিন বছরের আগে বিক্রি করা যাবে না এবং আমাদের মাঠ কর্মী গরুগুলোর দেখভাল করবেন। যদি কোনো গরু মারা যায়, তবে এক মাসের মধ্যে তা পুনরায় সরবরাহ করা হবে।


এ প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে আরো বিভিন্ন সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যে ৩৯টি বকনা গরু, ৫০টি ষাঁড় গরু, ১৭০টি ভেড়া, ২১০টি হাঁস, এবং ২২০টি মুরগী বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত ৭০০ পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে এবং বাকীরা পর্যায়ক্রমে পাবে।


এ প্রকল্পের সুবিধা পেয়ে খুশি সুজবা মূরমূ। তিনি হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের বাসিন্দা। অভাবের সংসারে গরুটি তার একমাত্র সম্বল। তিনি বলেন, “আমি গরুটিকে যত্ন সহকারে পালন করে এখানে গরুর সংখ্যা বৃদ্ধি করতে চাই।”