ঝালকাঠিতে সুমন পাল ইসলাম গ্রহণ করে হলেন আব্দুল্লাহ সুমন খান

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে মার্চ ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ন
ঝালকাঠিতে সুমন পাল ইসলাম গ্রহণ করে হলেন আব্দুল্লাহ সুমন খান

ঝালকাঠির সিটি পার্ক এলাকার বাসিন্দা সুমন পাল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বুধবার যোহর নামাজের পর ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফের কেন্দ্রীয় জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় আব্দুল্লাহ সুমন খান।  


সুমন পাল ঝালকাঠি পৌর শহরের মৃত অনীল চন্দ্র পালের ছেলে। তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন এবং সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের আবাসন প্রকল্পে পরিবারের সঙ্গে বসবাস করতেন। ইসলাম গ্রহণের পর তিনি এখন ঝালকাঠি সদর উপজেলার রাজাপুর এলাকায় অবস্থান করছেন।  


ঝালকাঠি এন এস কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতী গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম সুমনকে কলেমা পাঠ করান। এরপর ইসলামী শরীয়াহ অনুযায়ী স্থানীয় এক মুসলিম তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ঝালকাঠি এন এস কামিল মাদরাসার সহ-অধ্যক্ষ হযরত মাওলানা মুফতী মুহাম্মদ আব্দুল কাদির আল-মাদানী।  


ইসলাম গ্রহণের পর আব্দুল্লাহ সুমন খান নতুন জীবন শুরু করেছেন। তার পরিবার ও আত্মীয়স্বজন এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে স্থানীয় মুসলিম সম্প্রদায় তার ইসলাম গ্রহণকে স্বাগত জানিয়েছেন এবং নতুন জীবনযাত্রায় সহায়তা করার আশ্বাস দিয়েছেন।  


ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফের কেন্দ্রীয় জামে মসজিদে ইসলাম গ্রহণের অনুষ্ঠানে স্থানীয় ধর্মীয় নেতা, মুসলিম সম্প্রদায়ের সদস্য এবং আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধর্মীয় বক্তব্য রাখেন মাওলানা মুফতী গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম। তিনি ইসলামের মৌলিক শিক্ষা ও আদর্শ সম্পর্কে আলোচনা করেন।  


নওমুসলিম আব্দুল্লাহ সুমন খান বলেন, ইসলামের সৌন্দর্য ও মানবিক মূল্যবোধ তাকে আকৃষ্ট করেছে। তিনি নতুন ধর্মে দীক্ষিত হয়ে শান্তি ও সন্তুষ্টি অনুভব করছেন। তার স্ত্রীও ইসলামী জীবনযাপনে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।  


ঝালকাঠিতে ধর্মান্তরের এ ঘটনায় স্থানীয়রা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। ধর্মীয় নেতারা বলেছেন, ইসলাম সব সময়ই শান্তি ও মানবতার বার্তা দেয়। সুমন পালের ইসলাম গ্রহণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এটি ধর্মীয় স্বাধীনতার উদাহরণ।  


মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি।