প্রকাশ: ২২ জুন ২০২১, ০:৪০
দেবীদ্বারে কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রোশন আলী মাষ্টারের বিরুদ্ধে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অব্যাহত আছে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে কুমিল্লা-সিলেট আ লিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট এলাকায় আওয়ামীলীগ’র উদ্যোগে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মো. রোশন আলী মাষ্টারকে হেয়প্রতিপন্ন করতে তার বিরুদ্ধে গত ৬জুন ‘দৈনিক যুগান্তর পত্রিকা’য় প্রকাশিত মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে ওই মানব বন্ধন করা হয়।
ওই মানব বন্ধন ও প্রতিবাদ সভায় আ’লীগ নেতা হাজী মোসলেহ উদ্দিন মানিক’র সভাপতিত্বে এবং হাজী আবুল কালাম আজাদ'র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গুনাইঘর (উঃ) ইউনিয়ন আ’লীগ’র সভাপতি মুকবল হোসেন মুকুল(জিএস), দেবীদ্বার পৌর শ্রমিক লীগ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, মহিলা শ্রমিক লীগ উপজেলা সভাপতি শাহিনূর আক্তার লিপি, সাবেক ছাত্র নেতা মোঃ বিল্লাল হোসেন ডালিম প্রমূখ।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গৃহহীন, ভূমিহীন, হতদরিদ্রদের আবাসন নির্মানে ঠিকানা প্রতিষ্ঠার উদ্যোগ একটি যুগান্তকারী উদ্যোগ।
কুমিল্লার দেবীদ্বারে আশ্রয়ন প্রকল্পের আওতাধিন আবাসন নির্মাণের উদ্যোগ গুলোও ছিল প্রশংসনীয়। যখন রাজামেহার ইউনিয়নের ওই এলাকার শতবর্ষি একমাত্র খেলার মাঠ ও কৃষি উৎপাদন, মৎস আহরণ ও পয়নিষ্কাষনের খালটি ভরাট করে আবাস নির্মানের উদ্যোগ নেয়া হয়, তখন প্রতিবাদের ঝর উঠে ৮গ্রামের অধিবাসীর মধ্যে। খেলার মাঠ ও খাল রক্ষায় স্থানীয়দের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ পত্র দাখিল, বিক্ষোভ- সমাবেশ, মানব বন্ধন শুরু করে।
এ উদ্ভট পরিনিস্থতি নিরসনে এবং স্থানীয়দের শান্ত করতেই গত ৪জুন উপজেলার রাজামেহার ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী রোশন আলী মাষ্টার। ওই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহীত করতে একটি বিশেষ মহলের প্ররোচনায় একটি জাতীয় দৈনিকে “প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্প : দেবীদ্বারে জেলা আ’লীগ সাধারন সম্পাদকের বাধায় কাজ বন্ধ” শিরোনামে প্রকাশিত সংবাদ প্রকাশ করা হয়।
#ইনিউজ৭১/জিয়া/২০২১