প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১
খাগড়াছড়ি জেলার গুইমারা ও মানিকছড়ি উপজেলার সীমান্ত তবলাপাড়া এলাকায় ৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর অভিযানকে কেন্দ্র করে ইউপিডিএফের মিথ্যা প্রচার ও বিভ্রান্তিকর রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিন্ধুকছড়ি জোনের সদস্যরা সিভিল পোশাকে এলাকায় অভিযান চালায়। এসময় ইউপিডিএফ তাদের প্ররোচনায় স্থানীয় গ্রামবাসী ও শিক্ষার্থীদের মাঠে নামিয়ে সেনাবাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হলে সেনারা ফাঁকা গুলি ছোঁড়ে। পরে জোন কমান্ডার ও গুইমারা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করেন, অভিযানে অংশ নেওয়া ৬ জনই সেনা সদস্য।