প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ২:৪৮
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ঘরে ফেরার লক্ষে ঘাট সংশ্লিষ্টদের নিয়ে সমন্বয় সভা
অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা হলরুমে আয়োজিত সভার সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার,
ট্রাফিক বিভাগের পরিদর্শক (ওসি) তারক পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল সহ বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়,আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত দুই বছরের তুলনায় এ বছরে যানবাহনের সাথে যাত্রীর সংখ্যা কয়েকগুন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ সংখ্যা বাড়ানোসহ ঘাট প্রস্তুত রাখা, সড়ক ও ঘাট এলাকায় পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা, লুচ কালেকশনের অনির্ধারিত পোশাক পরিধান করা, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো, ঈদকে সামনে রেখে যাতে অপরাধীদের অপতৎপরতা বেড়ে না যায় সেদিকে নজরদারি বাড়ানোর অনুরোধ জানানো হয়।
দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, ঈদ আসলেই ঘাটে নানা ধরনের অরাজকতা, নৈরাজ্য বেড়ে যায়। এছাড়া দীর্ঘদিন ধরে লঞ্চ ঘাটটি সংস্কার না করায় যাত্রীদের চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন সৃষ্টি হতে পারে। ঘাট এলাকায় পর্যাপ্ত শৌচাগার সহ লাইটিং ব্যবস্থা বাড়ানোর অনুরোধ জানান।
গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরিতে ঈদের সময় জুয়া আর ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠে। নৌপুলিশ সদস্যদের এ ব্যাপারে আরো বেশি তৎপর হওয়ার অনুরোধ জানান।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, যাত্রী নিরাপত্তা এবং নির্বিঘ্নে পারাপারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন। কিছু অসাধু ব্যক্তি শ্রমিক সংগঠনের নামে পরিবহনে তুলে দেয়ার কথা বলে যাত্রীদের থেকে বাড়িত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এমন প্রমান পাওয়া মাত্র তাদের আইনের আওতায় আনা হবে।
সভাপতি ইউএনও আজিজুল হক খান বলেন, এবছর ঘাট দিয়ে যাতে মানুষজন যাতে কোন রকম ভোগান্তি ছাড়াই বাড়ি পৌছতে পারে তার সুব্যবস্থা করা হবে। কোন ধরনের অপতৎপরতা যাতে না হয় তার সকল প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।