প্রকাশ: ১ জানুয়ারি ২০২৪, ২:৪২
একদিকে নতুন বছরের প্রথম দিন অপরদিকে শিক্ষার্থীদের হাতে নতুন বই, এমন একটি আনন্দ আর উচ্ছাসে ভরা পরিবেশের মধ্যদিয়ে সারা দেশের মতো বরিশালের হিজলা উপজেলার শিক্ষার্থীরাও নতুন বছরের শুরুতেই হাতে পেয়েছে নতুন বই। নতুন শ্রেণীর নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের কেউ বই গুলোকে দেখছে উল্টেপাল্টে আবার কেউ কেউ নিচ্ছে নতুন বইয়ের ঘ্রাণ।
সোমবার ১ জানুয়ারি সকাল দশটায় উপজেলা সদরের টি,টি এন্ড ডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে ২০২৪ সালের নতুন বই বিতরণ উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার এ কে এম নূরুল আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ, অফিসার ইনচার্জ জুবাইর, উপজেলা প্রকৌশলী সুকদেব বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলী আহমেদ, টি,টি এন্ড ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষকগণ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।