প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহসভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের আবু সাদিক কায়েম। নির্বাচনের ফলাফলের পর থেকে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে নারীর স্বাধীনতা ও পোশাক সংক্রান্ত। তবে সাদিক কায়েম এসব শঙ্কাকে উড়িয়ে দিয়ে বলেছেন, শিক্ষার্থীদের স্বাধীনতার ওপর কারো হস্তক্ষেপ থাকবে না।
সাদিক কায়েম গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নারীরা যে নেতৃত্ব চান, তারা সেটি জোটের মধ্যেই খুঁজে পেয়েছেন। যেকোনো শিক্ষার্থীর পোশাকের পছন্দ, ব্যক্তিগত পরিচয় বা প্রতীককে হেয় করা, হস্তক্ষেপ করা বা অপরাধী হিসেবে দেখানো একেবারেই গ্রহণযোগ্য নয়। হিজাব পরা শিক্ষার্থীর অধিকার যেমন আছে, তেমনি নন-হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা বিভাজনমূলক প্রপাগান্ডা ভেঙে গেছে। নারীর অধিকার, সুরক্ষা এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি আমরা দীর্ঘদিন ধরে দিয়ে আসছি। জুলাই বিপ্লবের পর এক বছরের কার্যক্রম প্রমাণ করেছে, এই প্রতিশ্রুতি কেবল মুখের কথা নয়, বরং কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
নির্বাচিত ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিবির সক্রিয়ভাবে কাজ করবে। নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। ইতিমধ্যেই স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও আবাসন সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং শিগগিরই বাস্তবায়ন শুরু হবে।
সাদিক কায়েম বলেন, আমরা বিভাজনের রাজনীতি করি না। যেকোনো হলের শিক্ষার্থী সমস্যায় পড়লে আমরা পাশে থাকব। আমাদের পরিচয় একটাই—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষার্থীদের পাশে থেকে কাজের মাধ্যমে আস্থা অর্জন করাই আমাদের উদ্দেশ্য।
তিনি জানান, জোটের কার্যক্রম সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত এবং শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। নারী শিক্ষার্থীর ক্ষমতায়ন, সুরক্ষা এবং তাদের নেতৃত্ব বিকাশ করাই জোটের মূল নীতি।
ডাকসুর নতুন নেতৃত্বের এ প্রতিশ্রুতি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই আশা করছেন, শিবিরের মাধ্যমে নারীর অধিকার, নিরাপত্তা এবং সমান সুযোগ আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হবে।
নতুন ভিপি সাদিক কায়েমের কর্মকাণ্ড এবং প্রতিশ্রুতিগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমতা, নিরাপত্তা ও শিক্ষার্থীর স্বাধীনতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনি চাইলে আমি এই সংবাদ থেকে মেটা কীওয়ার্ড ও হ্যাশট্যাগও বের করে দিতে পারি।