দিনাজপুরের হিলি ঘাসুড়িয়া সীমান্তে একটি ধানক্ষেত থেকে সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে স্থানীয় এক কৃষক ধানক্ষেতে ড্রোনটি পড়ে থাকতে দেখেন।
ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে হাকিমপুর থানার ওসি (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম বলেন, কৃষক প্রফুল্ল টপ্প ড্রোনটি প্রথম দেখতে পান। পরে তিনি সেটি নিজের বাড়িতে নিয়ে যান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ড্রোনটি জব্দ করে।
ড্রোনটির গায়ে জিপিএস লেখা থাকায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি ভারতীয় ড্রোন হতে পারে। সীমান্তের ওপার থেকে উড়ানোর সময় এটি বাংলাদেশের ভূখণ্ডে পড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফত হুসাইন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ড্রোনটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর ড্রোনটি ধানক্ষেতে পড়ে থাকতে দেখে কৃষক প্রফুল্ল ভয় পেয়ে যান। পরে তিনি ড্রোনটি তুলে নিয়ে যান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ড্রোনটি সম্পূর্ণ সচল অবস্থায় ছিল। এটি কোনও গোয়েন্দা কাজে ব্যবহার হচ্ছিল কিনা, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
এদিকে, সীমান্ত এলাকায় ড্রোন উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই এটিকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছেন। পুলিশ বলেছে, ড্রোন সংক্রান্ত যেকোনো সন্দেহজনক activity তাদেরকে অবিলম্বে জানাতে।
প্রসঙ্গত, গত কয়েক মাসে বাংলাদেশ-ভারত সীমান্তে এ ধরনের একাধিক ড্রোন উদ্ধারের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে বলে জানানো হয়েছে।