প্রকাশ: ১৫ মে ২০২৫, ২১:১৪
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ১০৩ নং এস ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে ৬ জন শিক্ষক কর্মরত থাকলেও সরেজমিনে দেখা গেছে, পরীক্ষার দিন উপস্থিত ছিলেন মাত্র একজন শিক্ষক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ওরফে দুলাল একাই তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এক কক্ষে বসিয়ে পরীক্ষা নিচ্ছিলেন।