প্রকাশ: ৫ আগস্ট ২০২৫, ১৮:৪৩
৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাংগুনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার ইছাখালী এলাকা থেকে শুরু হয়ে রোয়াজার হাট পর্যন্ত এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর নিদর্শনায় রাংগুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজামুল হক তপন, ইলিয়াস সিকদার এবং ছাত্রদল নেতা ভিপি আনছুর উদ্দিন। র্যালিটি চট্টগ্রাম-কাপ্তাই হাইওয়ে সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভায় পরিণত হয়।
পথসভায় বক্তব্য দিতে গিয়ে ইলিয়াস সিকদার বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতা নিজেদের রক্ত দিয়ে দেশে গণতন্ত্রের বিজয় এনেছে, যা কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। এই অর্জনকে চিরস্মরণীয় রাখতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ভিপি আনছুর উদ্দিন বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের জন্য গৌরবময় ইতিহাস হয়ে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়েই এ দেশের কাঙ্ক্ষিত রূপান্তর সম্ভব হবে।
র্যালি ও সভায় আরও উপস্থিত ছিলেন রাংগুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. পারভেজ, সহ-সভাপতি মোহাম্মদ ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর, সদস্য সচিব হেলাল আহমদ, যুগ্ম আহ্বায়ক গাজি নাজিম উদ্দিন, রায়হান, কুদ্দুস, জিসাস কমিটির যুগ্ম সচিব জসিম সিকদার এবং পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোহা।
এছাড়াও চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত, সাবেক প্রচার সম্পাদক আবছার, তৈয়ব, আমিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী অংশ নেন। র্যালিটি রাংগুনিয়ার রাজনৈতিক প্রাঙ্গণে গণতান্ত্রিক চেতনার নতুন বার্তা ছড়িয়ে দেয়।