জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দেশের উত্তরাঞ্চলের সর্ববৃহৎ গোহাটিতে এবার চাহিদার তুলনায় দ্বিগুণ গরু ও ছাগল এসেছে। কুরবানির ঈদকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটে উপচেপড়া ভিড় ছিল ক্রেতা-বিক্রেতাদের।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এবার হাটে গরুর সরবরাহ রেকর্ড পরিমাণে বেড়েছে। তবে দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে মতবিরোধ। অনেক বিক্রেতা অভিযোগ করছেন, গরু বেশি থাকায় তারা আশানুরূপ দাম পাচ্ছেন না।
নওগাঁ থেকে গরু নিয়ে আসা এক ব্যবসায়ী বলেন, "গরু বেশি থাকায় বিক্রি নিয়ে চিন্তিত আছি।" অন্যদিকে ক্রেতারা বলছেন, "গরু বেশি হলেও দাম বেশি হাঁকা হচ্ছে।" মধ্যস্বত্বভোগীদের কারণেও অনেক বিক্রেতা প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানা গেছে।
ছাগল বিক্রেতারাও একই রকম অভিযোগ করেছেন। তারা বলছেন, উৎপাদন খরচের তুলনায় দাম কম পাওয়ায় ক্ষতির মুখে পড়তে পারেন। পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম জানান, হাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাল টাকা ও অপ্রীতিকর ঘটনা রোধে বিশেষ নজরদারি চলছে।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হাট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, হাটের পরিবেশ ভালো আছে এবং ভেটেরিনারি টিম সার্বক্ষণিক কাজ করছে। অসুস্থ ও ভেজাল গরু বিক্রি রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ বলেন, "এবারের হাটে গরুর সরবরাহ রেকর্ড পরিমাণে বেড়েছে। চাহিদার তুলনায় দ্বিগুণ গরু এসেছে।" তিনি আরও জানান, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, পাঁচবিবির এই গোহাটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট হিসেবে পরিচিত। প্রতি বছর কুরবানির ঈদ前夕 এখানে বিপুল সংখ্যক গরু-ছাগল কেনাবেচা হয়। এবারও হাটের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।