প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৯:২১
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের চরশুক্তাগড় গ্রামে দেশীয় অস্ত্রসহ শতাধিক লোকের জমি দখলের চেষ্টায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, যদিও এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সরাসরি কোনো আইনি ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি।