প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২২:২৭
দেবীদ্বারে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় বিএনপি ও তারেক রহমানকে নিয়ে চলমান অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মূন্সী। সোমবার বিকেলে দেবীদ্বার পৌরসভার গুনাইঘর শহীদ জিয়া অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মী সভায় তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শের বিএনপিকে কোনো ষড়যন্ত্র দমন করতে পারবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দলটি নিঃশেষ করার চেষ্টা করলেও বিএনপি তার আদর্শ ও জনভিত্তির শক্তিতে এখনও শক্তভাবে দাঁড়িয়ে আছে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে একটি ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন সরকার গঠিত হয়েছে। আমরা আশাবাদী ছিলাম তারা মানুষের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে, কিন্তু বর্তমানে সেই সরকারও পুরনো পথেই হাঁটছে। ব্যারিস্টার রেজভিউল নতুন একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই নবগঠিত দলটি উগ্র ও লাগামহীন বক্তব্য দিয়ে সামাজিক মাধ্যমে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে বিষোদগারে লিপ্ত। দেবীদ্বার ও মুরাদনগর এলাকায় তারা বিশেষভাবে তৎপর এবং সেখানে আওয়ামী লীগকে গোপনে পুনর্বাসনের চেষ্টা করছে।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নারগিস আক্তার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা এডভোকেট ফরিদা ইয়াছমিন ডলি, সহ-সভাপতি আইরিন সরেকার ও হাসিনা ভূঁইয়া।
অন্যান্য বক্তারা বলেন, বিএনপি গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার হচ্ছে। তারা সকল ষড়যন্ত্র মোকাবিলায় মহিলা দলকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন খালেদা আক্তার শিল্পী, জেসমিন আক্তার, কাজী তাহমিনা আক্তার ও বিউটি আক্তার। তারা বলেন, বিএনপির নেত্রীবৃন্দ ও কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে।