প্রকাশ: ৩ আগস্ট ২০২৫, ১০:৪১
রাজবাড়ীর পাংশা উপজেলায় বজ্রপাতে এক নারী ও এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাচারিপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দীনের স্ত্রী আনোয়ারা বেগম (৩২) এবং একই গ্রামের বাসিন্দা আরিফ শেখের ছেলে তামিম (১৩)। তামিম পড়ালেখার পাশাপাশি কৃষিকাজেও সহায়তা করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বিকেলে আনোয়ারা বেগম, তামিমসহ কয়েকজন কৃষক মাঠে পাট জাগ দিতে যান। হঠাৎ সন্ধ্যার দিকে ঘন কালো মেঘ জমে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই কয়েকজন আহত হন।
বজ্রপাতের পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয়রা দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা ও তামিমকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল মামুন খান বলেন, বিকেলে ইউনিয়নের কয়েকজন কৃষক মাঠে পাটের কাজ করতে যান। আকস্মিক বজ্রপাতে দুইজনের প্রাণহানি ঘটে এবং আরও তিনজন আহত হন।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন জানান, বজ্রপাতের পর পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে আনোয়ারা বেগম ও তামিমের মৃত্যু হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তামিমের পরিবার জানায়, পড়াশোনার পাশাপাশি মাঠে কৃষিকাজে সহযোগিতা করত সে। হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
আনোয়ারা বেগমের স্বজনরাও এমন আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। পুরো কাচারিপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেছেন।