প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ১৭:৪
পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে নারী কৃষকদের নিয়ে দুইদিনব্যাপী একটি বিশেষ উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালাটি আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস।
৬ ও ৭ আগস্ট কুয়াকাটা সংলগ্ন আভাস প্রশিক্ষণ কেন্দ্র ‘আপন ভুবনে’ সকাল ১০টায় শুরু হয় এই প্রশিক্ষণ। এতে কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩০ জন নারী কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল নারী কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।
কর্মশালার উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস আলী। তিনি বলেন, নারীরা এখন শুধু কৃষি কাজে নয়, উদ্যোক্তা হিসেবেও নিজেদের দক্ষতা প্রমাণ করছেন, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক হোসাইন আমির। তারা নারী কৃষকদের প্রশিক্ষণে অংশগ্রহণকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখেন এবং ভবিষ্যতে এই ধরণের আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানান।
প্রশিক্ষক হিসেবে কর্মশালায় ছিলেন আভাস এর প্রকল্প ব্যবস্থাপক মো: এনামুল হক, মনিটরিং অফিসার নাসিরন খানম, কোস্ট ফাউন্ডেশনের এডভোকেসি ও লিয়াজো কো-অডিনেটর মোঃ ইউনুছ এবং স্ট্রীট চাইল্ড এর ক্রিমিন্ট্রিনা হিয়া বাড়ৈ।
প্রশিক্ষণে নারী কৃষকদের সফল উদ্যোক্তার বৈশিষ্ট্য, ব্যবসার মৌলিক ধারণা, ঝুঁকি নির্ধারণ ও কমানোর কৌশল, বাজার বিশ্লেষণ এবং গ্রাহকের চাহিদা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন, প্রশিক্ষণটি তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং তারা ভবিষ্যতে নিজস্ব উদ্যোগে কৃষি ও ক্ষুদ্র ব্যবসা শুরু করতে আগ্রহী।
আয়োজক সংস্থা আভাস জানিয়েছে, নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবার ও সমাজে তাদের অবস্থান শক্তিশালী করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। তারা ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছে।