প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ১৭:৩৭
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির বিজয় র্যালির সংবাদ সংগ্রহের সময় দৈনিক সময়ের আলো পত্রিকার হিলি প্রতিনিধি ও হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানীকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়। ঘটনার মূল অভিযুক্ত হাকিমপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। মঙ্গলবার বিকেল ৪টার দিকে হিলি চারমাথা মোড়ে সংবাদ সংগ্রহের সময় এই ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক গোলাম রব্বানী অভিযোগ করেন, তারা সহকর্মীদের সঙ্গে র্যালির সংবাদ সংগ্রহ করছিলেন। ফুটেজ তুলতে গেলে হঠাৎ করে সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম তাকে জোরপূর্বক ধাক্কা দিয়ে বাহিরে নিয়ে যান এবং প্রাণনাশের হুমকি দেন। তিনি বলেন, ‘তুই কেন এখানে? এখান থেকে চলে যা।’ এই আচরণে তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন এবং সুষ্ঠ বিচার দাবি করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
স্থানীয় সাংবাদিকরাও এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় হাকিমপুর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে এবং জিডি নং-২২৪ দেওয়া হয়েছে। যদিও বিএনপির স্থানীয় নেতা ও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান এ বিষয়ে অবগত নন। তিনি জানান, বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি হাকিমপুরে সফল বিজয় র্যালি ও জনসমাবেশের আয়োজন করেছিল। এই র্যালিতে স্থানীয় বহু নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তবে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের সঙ্গে এই ধরনের আচরণ কর্মসূচির সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করেছে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছেন, গণমাধ্যমের প্রতি এমন আচরণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং এটি সমালোচনার জন্ম দিয়েছে। সংবাদ পরিবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তির জন্য ক্ষতিকর। সাংবাদিকদের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে কাজ করার অধিকার রয়েছে, যা নিশ্চিত করা উচিত।
এই ঘটনার মাধ্যমে হাকিমপুর বিএনপির অভ্যন্তরীণ অনিয়ম ও মতবিরোধও প্রকাশ পাচ্ছে বলে মনে করছেন অনেকে। দলীয় নেতাদের উচিত এসব বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে ঘটনা নিয়ন্ত্রণে আনা এবং সাংবাদিকদের সঙ্গে সদয় আচরণ নিশ্চিত করা।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড ও গণমাধ্যমের সম্পর্ক নানাভাবে আলোচিত হলেও, সকল পক্ষেরই উচিত পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করা। গণতান্ত্রিক দেশে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখা অত্যাবশ্যক। হাকিমপুরে এই ঘটনার দ্রুত নিষ্পত্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রত্যাশা করছে এলাকাবাসী ও সংশ্লিষ্ট মহল।