প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৮:৯
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে সাত বছরের সন্তানের জন্য মাদ্রাসায় নাস্তা নিয়ে যাওয়ার কথা বলে এক প্রবাসীর স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা প্রকাশ্যে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মিরাজ শরীফ দীর্ঘ ১৬ বছর ধরে মা-সহ কর্মসূত্রে দুবাইয়ে বসবাস করছেন। নয় বছর আগে তিনি একই বংশের সিরাজ শরীফের মেয়ে শান্তা আক্তার মনিকে বিয়ে করেন। তাদের আয়ান ইসলাম নামে সাত বছরের এক পুত্র সন্তান রয়েছে।
মিরাজ জানান, চলতি বছরের জুনে ছুটিতে দেশে এসে তিনি জানতে পারেন তার স্ত্রী শান্তার সাথে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাইজপাড়া গ্রামের আরিফুল ইসলামের পরকীয়া সম্পর্ক রয়েছে। শান্তা একাধিকবার কুয়াকাটা ও বরিশালে রাত্রীযাপন করেছে বলে স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের ভুল করবেন না মর্মে মুচলেকা দেন।
কিন্তু ৭ আগস্ট সকালে শান্তা মাদ্রাসায় নাস্তা নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। দুপুরে শান্তা তার বাবাকে ফোনে জানিয়ে দেন, তিনি বর্তমানে আরিফুলের কাছে মুন্সীগঞ্জে আছেন এবং তাকে যেন খোঁজা না হয়।
পরে ঘরে তল্লাশি চালিয়ে দেখা যায়, চার ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নেই। এ ঘটনায় মিরাজ গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এলাকাবাসীর মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে পারিবারিক সম্পর্কের ভাঙনের চরম উদাহরণ হিসেবে দেখছেন।