প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:৩৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, যেখানে জনগণ বিএনপির প্রতি আস্থা রেখে তাকিয়ে রয়েছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “একতার অভাবে চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়।” তিনি দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, আগামী দিনের কাজ বড় ও চ্যালেঞ্জও বেশ।