প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১১:১০
নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক যুবলীগ নেতার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের মোশকপুর গ্রামের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আক্রান্ত যুবলীগ নেতার নাম মো. শাকিল (২৭)।
স্থানীয় সূত্র জানায়, এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুবলীগ নেতা শাকিলের সঙ্গে যুবদল নেতা নাজমুল হাসান মিহির ও তার ভাই মাহিদুলের সংঘর্ষ হয়। ওই সময় দুই পক্ষের বাকবিতণ্ডা মারামারিতে রূপ নিলে যুবলীগ নেতা শাকিলের আঘাতে নাজমুল ও মাহিদুল গুরুতর আহত হন। পরে তারা ঘটনাস্থল থেকে সরে যান।
ঘটনার পর রাত পৌনে ৮টার দিকে নাজমুল হাসান মিহিরের অনুসারী রুবেল, রায়হান, রাশেদ ও সালামসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন শাকিলের বাড়িতে যায়। তারা শাকিলকে না পেয়ে ঘরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং পেট্রোল ঢেলে বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো ঘর মুহূর্তেই আগুনে পুড়ে যায়।
স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
এ ঘটনার বিষয়ে আহত যুবদল নেতা নাজমুল ও মাহিদুলের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন মানিক বলেন, আমাদের ইউনিয়নে বর্তমানে কোনো যুবদল কমিটি নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা বিষয়টি খতিয়ে দেখছে। তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বসতঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং প্রতিপক্ষের দুজনও আহত হয়েছে। পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে গুলি চালানোর কোনো আলামত পাওয়া যায়নি। যাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।