প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৬:৩৮
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
দিনটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়, যা মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান। তিনি বলেন, “একসময় আমরা মাসে ভাতে বাঙালি ছিলাম। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ তারই অংশ।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম ও দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা। এছাড়াও মৎস্য চাষি, উদ্যোক্তা ও জেলেরা অনুষ্ঠানে যোগ দেন।
বক্তব্যে ইউএনও নাহিদুর রহমান জেলেদের উদ্দেশে বলেন, নদীতে কিছু বিপন্ন প্রজাতির মাছ যেমন বাঘাইড়, শুশুকসহ আরও কয়েকটি মাছ ধরা আইনত নিষিদ্ধ। এগুলো ধরা হলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার শাস্তি হতে পারে। তিনি জেলেদের সতর্ক করে বলেন, “আপনারা আইনের ব্যত্যয় ঘটালে শাস্তির মুখোমুখি হবেন। তবে আমরা চাই না জীবিকা নির্ভর জেলেরা আইনের ফাঁদে পড়ুক। তাই সরকারের নির্দেশনা মেনে চলুন।”
তিনি আরও বলেন, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, অবৈধ জাল ব্যবহার বন্ধ ও প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষা করা গেলে দেশীয় মৎস্য সম্পদ আরও সমৃদ্ধ হবে।অনুষ্ঠানের শেষে ২০২৫ সালে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য উপজেলার তিন মৎস্য চাষিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।