প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৮:১৬
২০২০ সালের আগস্ট মাসে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামকে শোকের সাগরে ভাসিয়েছিল এক ভয়াবহ নৌকাডুবির ঘটনা। যমুনা নদীর চায়না বাঁধের কাছে ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় গ্রামের পাঁচ তরুণ চিরতরে হারিয়ে যান। পাঁচ বছর পেরিয়ে গেলেও সেই মর্মান্তিক স্মৃতি আজও তাড়া করে বেড়াচ্ছে তাদের পরিবার ও স্থানীয়দের।