মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ বালু উত্তোলন রোধে জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের নির্দেশনায় উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা সহ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ২৬টি সাধারণ সিলিকা বালুমহালের মধ্যে ৬টি ইজারাধীন এবং ২০টি ইজারাবিহীন। ইজারাধীন বালুমহাল হলো: জৈনকাছড়া, জাগছড়া (পশ্চিম অংশ), সুমইহুড়া, নারায়নছড়া, বৌলাছড়া ও বড়ছড়া। এছাড়া গোপলাছড়া বালুমহাল ইজারাধীন এবং শিয়ালছড়া বালুমহাল ইজারা বন্দোবস্ত প্রক্রিয়াধীন।
ইউনিয়ন ভূমি কর্মকর্তা, চেয়ারম্যান ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা এবং দপ্তরগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার নির্দেশনা সহ। ইউএনও মোঃ ইসলাম উদ্দিন জানান, যদি কেউ এই নির্দেশ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন ও সেনাবাহিনীর উপস্থিতিতে সিন্দুরখান ইউনিয়নসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে অইজারাকৃত বালুমহাল থেকে আনুমানিক ৫শ ঘনফুট বালু জব্দ করা হয়।
ইউএনও বলেন, সকল ইউনিয়নের সম্ভাব্য অবৈধ বালু উত্তোলন চিহ্নিত স্থানে লাল পতাকা ও বাঁশের ব্যারিকেড স্থাপন করা হয়েছে। এছাড়া সরকারি দপ্তরগুলোকে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল প্রশাসন নদী, পরিবেশ-প্রতিবেশ ও কৃষি জমি সুরক্ষার স্বার্থে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে।