প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৭:৩৮
সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ভুক্তভোগী তাহাজ্জত হোসেন ভুইয়া অভিযোগ করেছেন, তাঁর ক্রয়কৃত জমি জবর দখল করতে কয়েকজন স্থানীয় ব্যক্তি টিন ও বাঁশ ব্যবহার করে ঘর নির্মাণ শুরু করেছেন।
ভুক্তভোগী তাহাজ্জত হোসেন উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন যাবত ১৩০৭ নং দাগের ৩৮ শতকসহ অন্যান্য দাগের মোট ৪১ শতক জমি ক্রয় করে ব্যবহার করে আসছিলেন। জমি দখলকে কেন্দ্র করে অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই চাপ সৃষ্টি করে আসছিল।
মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে জোরপূর্বক ঘর নির্মাণ শুরু করেন। বাধা দেয়া হলে তারা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি প্রদান করেন এবং আতঙ্ক সৃষ্টি করেন।
ভুক্তভোগী অভিযোগে পাঁচজনকে আসামী করা হয়েছে। এরা হলেন আব্দুস সালাম, রেজাউল করিম, আল আমিন শেখ, হায়দার আলী এবং নুরুল ইসলাম বাবু মিয়া। অভিযোগে বলা হয়েছে, তারা ক্রয়কৃত জমি জবর দখল করতে দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছিল।
অভিযুক্তদের বক্তব্যে তারা দাবি করেছেন, জমি তাদের পৈত্তিক সম্পত্তি। তাদের মতে, কেউ তাদের ঘর নির্মাণ বন্ধ করতে পারবে না। তারা প্রকাশ্যে জানান, তারা নিজেদের অধিকারের জন্য ঘর নির্মাণে বাধ্য।
স্থানীয়রা উদ্বিগ্ন যে, এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও সংঘর্ষ এবং আইনগত জটিলতা সৃষ্টি করতে পারে। এ পরিস্থিতিতে শান্তি বজায় রাখা ও সংঘর্ষ এড়ানোর জন্য প্রশাসনের পদক্ষেপ জরুরি বলে মনে করা হচ্ছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, জমি সংক্রান্ত দ্বন্দ্বের ক্ষেত্রে পুলিশ সরাসরি হস্তক্ষেপ করতে পারছে না। তিনি বলেন, এই ধরনের বিষয় আদালতের মাধ্যমে সমাধান করতে হবে।
এ ঘটনার মাধ্যমে সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ এবং ব্যক্তিগত দখল সংক্রান্ত সমস্যা এখনও প্রকটভাবে বিদ্যমান রয়েছে। স্থানীয় প্রশাসন ও আদালতের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে এই ধরনের সংঘর্ষ ও অনৈতিক দখল প্রতিরোধ করা জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করছেন।