কুড়িগ্রামের উলিপুরে গলায় ক্যানসারে আক্রান্ত আনিছুর রহমান (৪০) জীবনের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। দুই সন্তানের জনক আনিছুর রহমান বর্তমানে রাজধানীর বিআরবি হসপিটাল লিমিটেডে ক্যানসার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আনিছুর রহমান পেশায় একজন ক্ষুদে হোমিওপ্যাথি চিকিৎসক। সংসার পরিচালনার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা সেবা দিয়ে চলছিলেন। তবে ২০২৩ সালের শুরুতে গলায় ধরা পড়ে টিউমার। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে পরীক্ষার পর এটি মরণঘাতী ক্যানসার হিসেবে শনাক্ত হয়।
চিকিৎসার জন্য তিনি শুরু করেন ধার-দেনা, জমি বন্ধক রেখে চিকিৎসা চালানো। উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে এসে তিনবার থেরাপি ডোজ সম্পন্ন করেছেন। তবে অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ১৭ লাখ টাকা, যা নিজস্ব জোগাড়ের বাইরে। আনিছুর কান্না জড়িত কণ্ঠে বলেন, “এতো বিশাল অর্থ জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। তবুও মানুষের সাহায্যে বেঁচে থাকার আশা করছি।”
আনিছুর রহমানের স্ত্রী রুমি জানান, “স্বামীর চিকিৎসার জন্য যেটুকু সম্পদ ছিল তা বিক্রি করে থেরাপি করিয়েছি। এখন অপারেশন করার ক্ষমতা নেই। দেশবাসীর কাছে সাহায্যের অনুরোধ করছি।”