সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে ১জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আঃ আজিজ (৪৮)। তিনি তাড়াশ উপজেলার মালশিন গ্রামের ইনসাব আলী ওরফে ইনসুর ছেলে।
৩১ আগস্ট রবিবার দুপুরে আব্দুল আজিজ টিলার নিয়ে মাঠে হালচাষ করতে যান। হঠাৎ মুষলধারে বৃষ্টি সহ বজ্রপাত হতে থাকলে বজ্রপাতে আব্দুল আজিজের মৃত্য হয়।তার শরীরে বজ্রাঘাতের চিহ্ন ফুটে উঠেছে।
তার পারিবারিক সুত্রে জানা গেছে, রোদ্রুজ্জ্বল আবহাওয়ার মধ্যে আঃ আজিজ মাঠে টিলার নিয়ে হালচাষ করছিলেন। হঠাৎ দক্ষিণ, দক্ষিণ পূর্ব কোণে কালো মেঘের আভা দেখতে পান। মুহূর্তেই বজ্রসহ বৃষ্টি শুরু হয়।
নিরাপদ দুরত্বে যাওয়ার সময় আজিজের উপর বজ্রপাত ঘটে এবং সেখানেই তার মৃত্যু হয়।তার মৃর্ত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃর্ত্যকালে আঃ আজিজ ২ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।