ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সরাইল উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা বেলায়েত হোসেন মিল্লাতকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দটুলা গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী গণমাধ্যমকে জানান, বেলায়েত হোসেন মিল্লাত দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বেলায়েত হোসেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করতেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ বহুদিন ধরেই চলছিল।
গ্রেফতারের পর এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে বলে সাধারণ মানুষ জানিয়েছেন। তবে মিল্লাতের অনুসারীরা বলছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি পদক্ষেপ।
এ বিষয়ে সরাইল থানা পুলিশ জানিয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যেকোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।