প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৯:৩৫
ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতে রাজউকের তিন কর্মকর্তার সাক্ষ্য অনুযায়ী, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী মিথ্যা হলফনামা দিয়ে প্লট বরাদ্দের জন্য আবেদন করেছিলেন। তারা নিজেদের ভাসমান, অসহায় ও গরিব হিসেবে উপস্থাপন করলেও, তাদের নামে এবং তাদের পরিবারে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক প্লট ও ফ্ল্যাট রয়েছে।