প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্বামীর মৃত্যুর মাত্র ১২ মিনিট পরই স্ত্রীও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উন্দানিয়া গ্রামের বাসিন্দা ছায়দুল হক হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নিয়ে যান। সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান বলে চিকিৎসক নিশ্চিত করেন।
স্বামীর মৃত্যুর সংবাদে শোকাহত স্ত্রী বিবি মরিয়ম স্বামীর লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু পথে কানকিরহাট-হাসানপুর সড়কের নুনু কোম্পানির মেইলের সামনে ব্যাটারি চালিত অটোরিকশায় তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবার ও স্থানীয়রা দ্রুত তাকে একই চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বামীর মৃত্যুর মাত্র ১২ মিনিট পরই স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে চরম শোকের সৃষ্টি হয়েছে।
মৃত ছায়দুল হক ও বিবি মরিয়ম ছয় ছেলে ও তিন মেয়ের জনক জননী ছিলেন। তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গ্রামজুড়ে শোকের আবহ নেমে আসে। পরিবারে নেমে এসেছে শোকার্ত নিস্তব্ধতা।
কেশারপাড় ইউনিয়ন পরিষদের সদস্য আবু তালেব টিপু জানান, স্বামী-স্ত্রীর এ আকস্মিক মৃত্যু সত্যিই হৃদয়বিদারক। তিনি আরও জানান, শুক্রবার সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হবে।
এ দম্পতির হঠাৎ মৃত্যুর ঘটনায় স্বজনরা ভেঙে পড়েছেন। এলাকাবাসী বলছে, তারা একসঙ্গে জীবন কাটিয়েছেন এবং একই দিনে প্রায় একই সময়ে মৃত্যুবরণ করেছেন, যা সবার মনে গভীর দুঃখের পাশাপাশি ভালোবাসার এক অমলিন উদাহরণ হয়ে থাকবে।
মানুষ বলছে, এটি একদিকে যেমন হৃদয়বিদারক ঘটনা, অন্যদিকে স্বামী-স্ত্রীর ভালোবাসা ও মায়ার এক চিরন্তন প্রমাণ। পরিবার ও এলাকার মানুষ এ দুজনের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।