প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২০
নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের বুদ্ধি প্রতিবন্ধী যুবক মুনসুর আহমেদ বাহারকে ফেনীর মোটবীতে পিটিয়ে হত্যার প্রতিবাদে এলাকাবাসী ও নিহতের স্বজনরা বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। বুধবার দুপুরে কাদিরপুর ইউনিয়নের পৌরণ বিবি বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নিহতের বড় ভাই জাফর আহমেদ, স্ত্রী নুর নাহার, স্থানীয় ইউপি সদস্য জাকের হোসেন ও জান্না মহিলা মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল হালিমসহ অনেকে বক্তব্য দেন। তারা বলেন, বাহার একজন নিরীহ ও বুদ্ধি প্রতিবন্ধী যুবক ছিলেন এবং ফেনীর কাশিমপুরের স্টার লাইন নামক প্রতিষ্ঠানে চাকরি করতেন।
বক্তারা অভিযোগ করেন, গত ১৪ সেপ্টেম্বর ভোরে ফেনীর মোটবী ইউনিয়নের কিছু স্থানীয় বাসিন্দা তাকে চোর আখ্যা দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। তারা এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান।
নিহতের স্বজনরা বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সমাজে অস্থিরতা ও ভয় সৃষ্টি করে। তারা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, একজন বুদ্ধি প্রতিবন্ধী ও নিরীহ মানুষকে এইভাবে পিটিয়ে হত্যা করা অত্যন্ত অমানবিক। তারা প্রশ্ন তোলেন কেন এখনো অপর আসামিদের গ্রেফতার করা হয়নি এবং পুলিশি তৎপরতা কেন ধীরগতি।
এদিকে ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বলেন, এ ঘটনায় ছয়জনকে আসামি করে হত্যা মামলা নেওয়া হয়েছে। তিনি জানান, প্রধান আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
ওসি আরও বলেন, পুলিশ এ মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং অপরাধীরা যেখানেই থাকুক তাদের আইনের আওতায় আনা হবে। তিনি জনগণকে ধৈর্য ধরতে ও তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করতে আহ্বান জানান।
এই হত্যাকাণ্ডে এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা মনে করছেন, দ্রুত বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা রোধ করা সম্ভব হবে। তারা প্রশাসনের প্রতি আস্থা রেখে শিগগিরই দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেছেন।